
লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এফএ কমিউনিটি শিল্ড ট্রফি নিজেদের ঘরে তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এই নিয়ে ষষ্ঠবারের মতো তারা কমিউনিটি শিল্ড ট্রফি জিতলো।
রোববার (৪ আগস্ট) ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
খেলার ১২ মিনিটেই ডেভিড সিলভার পাসে বল পেয়ে বাঁ পায়ের কিকে ম্যানসিটিকে লিড এনে দেন রাহিম স্টার্লিং। বিরতির পর ৭৭ মিনিটের মাথায় ভার্জিল ভ্যান ডিকের বাড়ানো বল আদায় করে ডি বক্সের একদম কাছ থেকে জোয়েল মাটিপ হেডে বল জালে জড়ালে সমতায় ফেরে লিভারপুল।
এরপর নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হলে ফলাফল নির্ধারণের জন্য তা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ম্যানসিটির সবাই লক্ষ্যভেদ করলেও লিভারপুলের দ্বিতীয় শট নিতে আসা জর্জিনিয়ো ভেইনালডামের দুর্বল কিক রুখে দেন ক্লডিও ব্রাভো। আর তাতেই কমিউনিটি শিল্ড ট্রফি নিশ্চিত করে পেপ গার্দিওলার দল।
আরআইএস