
টনি ক্রুস, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, ইসকোদের মতো নামীদামী তারকাদের নিয়ে মাঝমাঠ গড়লেও গত মৌসুমে শিরোপাবিহীন থাকতে হয় বর্তমান ফুটবল বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে। নতুন মৌসুম মাঠে গড়ানোর আগে তাই মাঝমাঠ পুনরায় গোছাতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা ফুটবলার পল পগবার দিকে এখন চোখ তাদের।
জিনেদিন জিদান দ্বিতীয় দফায় রিয়ালের কোচ হওয়ার পরপরই গুঞ্জন ওঠে স্বদেশী পগবাকে এবার রিয়ালে এনেই ছাড়বেন তিনি। পল পগবা নিজেও রিয়ালে আসার ব্যাপারে রাজি। তবে মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ক্লাবটির কোচ ওলে গানার সোলসকায়ের তো জানিয়েই দিয়েছেন, আগামী মৌসুমের ওল্ড ট্রাফোর্ডেরই থাকছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা পগবা।
তবে এত সহজেই হাল ছেড়ে দিতে নারাজ রিয়াল। তারা বদ্ধপরিকর পগবাকে দলে ভেড়াতে। এ কারণে ম্যানইউর কাছে রিয়াল নতুন প্রস্তাব দেবে বলে জানিয়েছে জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
ইংলিশ দ্য টাইমসের বরাত দিয়ে তারা নিশ্চিত করেছে, পগবাকে পেতে রিয়াল হামেস রদ্রিগেজের সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি। যদিও এ প্রস্তাব নাকি ইতোমধ্যেই নাকচ করে দিয়েছে ম্যানইউ। পগবার জন্য তারা ১৫০ মিলিয়ন আশা করছে। তা না হলে এই মিডফিল্ডারকে রেড ডেভিলসরা ছাড়তে নারাজ।
এসএইচএস