• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ১১:৪২ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০১৯, ১১:৪২ এএম

নেইমারকে ধারে নেবে বার্সেলোনা! 

নেইমারকে ধারে নেবে বার্সেলোনা! 
নেইমারের বার্সেলোনায় যাওয়ার আশা এখনো শেষ হয়ে যায়নি। ফাইল ফটো

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে কাতালান ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান নাম্বার টেন তারকা নেইমার। নিজের পুরনো ক্লাবে নেইমার ফিরতে চান, এমন খবর এখনো নিয়মিতভাবেই চর্চা হচ্ছে। 

পরে অবশ্য জানা গিয়েছিল ভালো প্রস্তাব পেলে বার্সেলোনার কাছে নয় অন্য কোথাও নেইমারকে বেঁচে দিতে পারে পিএসজি। কারণ নেইমার ট্রান্সফার ইস্যুতে দুই ক্লাবের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। 

নেইমারকে দলে নিতে পিএসজির সাথে কয়েক দফা আলোচনায় বসেছে বার্সেলোনা। তবে দর কষাকষিতে মতৈক্য হয়নি। নিজেদের অবস্থানে অনড় দুই পক্ষই। কারণ, নেইমারের যে দাম চেয়েছে পিএসজি, সেটা পরিশোধ করা বার্সেলোনার পক্ষে নাকি অসম্ভব! 

বার্সেলোনা ক্লাবের সহসভাপতি জর্দি কার্দোনার জানিয়েছেন, বিপুল অর্থ খরচ করে এই ব্রাজিলিয়ানকে কেনার সামর্থ্য ক্লাবের নাকি এখন নেই। তবে  ইঙ্গিত দিয়ে রেখেছেন পিএসজির সঙ্গে আলোচনা করে এবারের মৌসুমে নাকি বার্সেলোনার পক্ষে নেইমারকে ধারে খেলানো সম্ভব।

আরআইএস 
 

আরও পড়ুন