• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০৪:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ০৪:৩১ পিএম

ডেঙ্গু সচেতনতায় মুশফিক 

‘সচেতন হন, ডেঙ্গুমুক্ত দেশ গড়ুন’

‘সচেতন হন, ডেঙ্গুমুক্ত দেশ গড়ুন’
মুশফিকুর রহিম- ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপে নাজেহাল অবস্থা বাংলাদেশের। প্রতিদিনই বাড়ছে এ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ থেকে ছাড় পায়নি দেশের ক্রীড়াঙ্গনও। কিছুদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসএ গেমসের ক্যাম্পে থাকা বেশ কয়েকজন অ্যাথলেট। যারা এখনো সেবা-শুশ্রূষার মধ্যে দিয়ে যাচ্ছেন। 

এমতাবস্থায় আর চুপ থাকতে পারলেন না বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মশাবাহিত এ রোগের সচেতনায় এগিয়ে এলেন তিনি। আজ বেলা সাড়ে ৩টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দেন মুশফিক। যেখানে তিনি ডেঙ্গু থেকে বাঁচতে বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

ভিডিওর শুরুতে দর্শক মহলকে সালাম জানিয়ে মুশফিক বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আমাদের আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়াটা খুব জরুরি। ডেঙ্গু হলো এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মসার মাধ্যমে এ রোগ ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সর্বপ্রথমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।’  

তিনি আরও বলেন, ‘মনে রাখবেন আপনার আমার বাড়ির বিভিন্ন পাত্রের জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এসব পাত্র নিয়মিত পরিস্কার করুন। আর এডিস মশার বংশবৃদ্ধি রোধ করুন। সচেতন হন, ডেঙ্গুমুক্ত দেশ গড়ুন।’ 

মুশফিকুর রহিমের আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। সাব্বির রহমানও ডেঙ্গু থেকে বাঁচতে জনমনে সচেতনেতা সৃষ্টির লক্ষ্যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন। 

এসএইচএস 
 

আরও পড়ুন