
বাংলাদেশ দলের হেড কোচের পদে আবারো ফিরে আসার জন্য আসন্ন ঈদের আগে বিসিবির কাছে চাকরির সাক্ষাৎকার দেবেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলে বিদায়ের দ্বারপ্রান্তে চলে আসা চণ্ডিকা হাথুরুসিংহে। তবে সরাসরি নয়, ফোনের মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেবেন।
প্রায় দুই বছর আগে বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু তাঁর কোচিংয়ে খুব একটা সাফল্য পাচ্ছে না শ্রীলঙ্কা দল। তারপরেও বাংলাদেশ দলের সম্ভাব্য হেড কোচদের সংক্ষিপ্ত তালিকায় হাথুরুসিংহে ঠিকই রয়েছেন।
ইতোমধ্যে বাংলাদেশ দলের প্রধান কোচ হতে গতকাল ঢাকায় এসে বিসিবির কর্মকর্তাদের কাছে সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। তার সাক্ষাৎকারে নাকি বিসিবি সন্তুষ্ট হয়েছে। তবে সবার সাক্ষাৎকার না নিয়ে বোর্ড হেড কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না।
গত ২৪ জুলাই বিকালে ধানমণ্ডির বেক্সিমকোর কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, একমাত্র হাথুরু যদি চায়, বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেন, তবেই তাকে আমরা বিবেচনায় নেবো।
আরআইএস