
বড় জয় দিয়েই প্রিমিয়ার লীগের নতুন মৌসুম শুরু করল ম্যানচেস্টার সিটি। গেল টানা দুইবারের ইপিএল জয়ীরা নতুন মৌসুমের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন রহিম স্টার্লিং। বাকি দুই গোল এসেছে গ্যাব্রিয়েল হেসুস ও সার্জিও আগুয়েরোর পা থেকে।
আজ (শনিবার) ওয়েস্ট হ্যামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে শুরু থেকেই স্বাগতিকদের উপর চড়াও হয়ে খেলতে থাকে হেসুস, স্টার্লিংরা। সেই সুবাদে ২৫ মিনিটেই এগিতে যায় সিটিজেনরা। গোল করেন হেসুস।
এরপরের গল্পটা শুধুই ইংলিশ ফরোয়ার্ড স্টার্লিংয়ের। গুণে গুণে তিনবার হ্যামারসদের জালে বল পাঠান তিনি এবং তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে নিজের গোলের খাতা খোলেন স্টার্লিং। এরপর ৭৫ ও ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
স্টার্লিংয়ের হ্যাটট্রিক পূরণের আগে, ৮৬ মিনিটে পেনাল্টি পায় স্কাই-ব্লুজরা। পেনাল্টি স্পট থেকে বল জালে জড়াতে ভুল করেননি আগুয়েরো।
এসএইচএস