
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গতকাল (১৩ আগস্ট) ডিএফবি-পোকাল কাপে এনার্জি কটবাসকে ৩-১ গোলে হারায় বাভারিয়ানরা। বায়ার্নের হয়ে গোল ৩টি করেন রবার্ট লেওয়ানডোস্কি, কিংসলে কোমান ও লিওন গোরেৎজকা।
জার্মান কাপের প্রথম রাউন্ডের খেলায় ম্যাচের ৩২ মিনিটে লিড নেয় বায়ার্ন মিউনিখ। স্তাদিওন দের ফ্রেউন্ডসকাফটে অতিথিদের এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেওয়ানডোস্কি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি ম্যাচে।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে বায়ার্নকে ম্যাচে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন কোমান। কটবাসের জালে শেষ পেরেকটি ঠোকেন গোরেৎজকা। স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি আসে ম্যাচের ইনজুরি সময়ে। ৯৩ মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন বারকান তাজ।
এছাড়া দিনের অন্যান্য ম্যাচে ভলফসবার্গ ৫-৩ গোলে হালেকে, কার্লশ্রুহার ২-০ গোলে হ্যানোভারকে ও স্টুর্টগার্ট ১-০ গোলে হানসা রোস্টককে হারায়।
এসএইচএস