
চলতি মৌসুম শুরু হওয়ার আগে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এডেন হ্যাজার্ড। এদিকে মাদ্রিদে বসবাসের জন্য নতুন বাড়ি কিনে ফেলেছেন তিনি। ১১ মিলিয়ন ইউরো খরচ করে বিলাসবহুল এক বাড়িই ক্রয় করেছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৩ কোটি টাকার সমান।
মাদ্রিদের লা ফিঞ্চাতে গায়ক আলেহান্দ্রো সাঞ্জ আগে যে বাড়িতে থাকতেন সেটিই কিনেছেন এ বেলজিয়ান তারকা। বাড়িটির নাম ব্ল্যাক হাউজ, যা নির্মাণ করেছিলেন স্থপতি মিগুয়েল তোরেস।
ব্ল্যাক হাউজে ৩টি থাকার ঘর এবং ৬টি বেড রুম রয়েছে। বাড়িটির আয়তনে ৫১৫১ বর্গ মিটার। স্ত্রী-সন্তান নিয়ে থাকার জন্যই মূলত এত বড় বাড়ি কিনেছেন হ্যাজার্ড।
এসএইচএস