
লিওনেল মেসির পর এবার কাফ ইনজুরিতে আক্রান্ত হলেন বার্সেলোনার আরেক তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। গতকাল (শুক্রবার) লা লিগার উদ্বোধনী ম্যাচে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলার সময় ডান পায়ে চোট পান সুয়ারেজ। পরে বার্সা কর্তৃপক্ষ নিশ্চিত করে, কাফ ইনজুরিতে পড়েছেন এই স্ট্রাইকার।
সুস্থ হয়ে উঠতে ঠিক কতদিন লাগবে বার্সা মেডিক্যাল টিম তা নির্দিষ্ট করে না বললেও তারা জানিয়েছে, অন্তত ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সুয়ারেজকে।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে তারা জানিয়েছে, শনিবার টেস্টের ফলাফল এসেছে। লুইস সুয়ারেজের ডান কাফের ইনজুরিতে ভুগছেন। তার অ্যাকশন দেখে বোঝা যাবে সুস্থ হতে ঠিক ক'দিন সময় লাগবে। তবে ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।
এসএইচএস