
সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে পাঁচ ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে জয় তুলে নিয়ে লা লিগায় শুভ সূচনা পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
শনিবার (১৭ আগস্ট) সেল্টা ভিগোর মাঠ বালাইডোসে অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটে গ্যারেথ বেলের পাসে পায়ে স্পর্শ করে বল জালে পাঠিয়ে জিদানের দলকে এগিয়ে দেন করিম বেনজেমা।
প্রথমার্ধ শেষের আগ মুহূর্তে মেন্ডেজ গোল করে সেল্টা ভিগোকে সমতায় এনেই ফেলেছিলেন। কিন্তু ভিএআর প্রযুক্তির মাধ্যমে লক্ষ্য করা যায়, সেল্টা অধিনায়ক ইয়াগো আসপাস অফসাইড পজিশনে দাঁড়িয়ে ছিলেন। ফলে রেফারি গোল বাতিল করেন এবং এক গোলের লিড নিয়েই রিয়াল বিরতিতে যায়।
বিরতির পর ৫৬ মিনিটের মাথায় ডেনিস সুয়ারেজকে ফাউল করেছিলেন লুকা মডরিচ। ভিএআর প্রযুক্তির সহায়তা নেয়ার পর টিভি রিপ্লেতে দেখা যায় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গোড়ালিতে সরাসরি আঘাত করেন লুকা মডরিচ। ফলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেন। কারণ নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে পেছন থেকে গোড়ালিতে ফাউল করলেই রেফারি লাল কার্ড দেখাতে পারবেন।
একে তো এডেন হ্যাজার্ড এদিন খেলতে নামেননি, তার মধ্যে মডরিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়ালের জয় নিয়ে মাঠ ছাড়াই তখন অনিশ্চিত হয়ে পড়ে।
তবে ৬১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে টনি ক্রুসের নেয়া ক্ষিপ্র গতির কিকে বল জালে প্রবেশ করলে অতিথি দল ব্যবধান দ্বিগুণ করে বসে। ম্যাচের ৮০ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার খানিক পরই করিম বেনজেমার পাসে বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন লুকাস ভাসকেস। আর তাতে ব্লাঙ্কোসদের অনায়াস জয় নিশ্চিত হয়ে যায়।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লা লিগায় অভিষিক্ত ইকার লোসাদা গোল করে সেল্টার হয়ে ব্যবধানই কমাতে পেরেছেন। তবে ১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার ২ মিনিট পরই রিয়াল মাদ্রিদের মতো বড় দলের বিপক্ষে গোল করে নিজের অভিষেক ম্যাচকে ঠিকই স্মরণীয় করে রাখলেন।
আরআইএস