• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ০৩:২১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ০৩:২১ পিএম

ইপিএল

ঘরের মাঠে জিততে পারলো না চেলসি

ঘরের মাঠে জিততে পারলো না চেলসি
চেলসি ও লেস্টার সিটির ম্যাচটি অমীমাংসিতভাবেই শেষ হয়। ফটো : টুইটার

ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে জিততে ব্যর্থ হয়েছে চেলসি। লেস্টার সিটির বিপক্ষে তারা ১-১ গলে ড্র করেছে।

রোববার (১৮ আগস্ট) স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের ৭ মিনিটেই লিড পেয়ে যায় ব্লুরা। ম্যাসন মাউন্ট ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের কিকে বল জালে জড়ালে এগিয়ে যাওয়ার আনন্দ উদযাপন করে স্বাগতিকরা। এই গোলের সুবাদে লিড নিয়েই তারা প্রথমার্ধের খেলা শেষ করে।  

বিরতির পর চেলসির সেই আনন্দকে ম্লান করে দিয়ে ৬৭ মিনিটের মাথায় কর্নার কিক থেকে পাওয়া বল হেড করে গোল দিয়ে লেস্টার সিটিকে সমতায় ফেরান উইলফ্রেড এনডিডি। 

বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি অমীমাংসিতভাবেই শেষ হয় এবং চেলসির মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে যায় অতিথি দল।   

ইপিএলের আরেক ম্যাচে জন লুন্ডস্ট্রামের লক্ষভেদে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। 

আরআইএস