
নেইমারকে ছাড়া লীগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রেনের বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে পিএসজি।
রোববার (১৮ আগস্ট) রাতে রেনের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে ডি সিলভার বাড়ানো বল পেয়ে গোলপোস্টের ডান প্রান্ত থেকে ৬ গজ দূরবর্তী অবস্থানে থাকা এডিনসন কাভানি গোল করে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন।
প্রথমার্ধের শেষদিকে ৪৪ মিনিটের মাথায় হামারি ট্রাওরের ক্রসে বল আদায় করে এমবায়ে নিয়াংয়ের বাঁ পায়ের শটে কড়া গোলে সমতায় ফিরে বিরতিতে যায় রেনে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের সময় রোমাইন দেল কাস্তিলোর হেডে গোল পেয়ে এগিয়ে যায় রেনে। ম্যাচের বাকি সময় এই গোলের লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
আরআইএস