
আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) হেডিংলিতে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। লর্ডস টেস্টের আগের স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়েছে।
টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও আরও একবার ইংলিশ ওপেনার জেসন রয়কে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ফর্মে না থাকা সত্ত্বেও দলে জায়গা ধরে রেখেছেন টপ অর্ডার ব্যাটসম্যান জো ডেনলি।
ইনজুরি থেকে সেরে না ওঠায় হেডিংলি টেস্টেও খেলতে পারবেন না পেসার জেমস অ্যান্ডারসন। স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন জ্যাক লিচ।
তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড : জেসন রয়, ররি বার্নস, জো রুট (অধিনায়ক), জো ডেনলি, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ এবং স্যাম কুরান।
আরআইএস