
বার্সেলোনা ছেড়ে আনুষ্ঠানিকভাবে এক বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগদান করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার ফিপিপে কুতিনহো। আপাতত তাকে ধারে জার্মান জায়ান্টা দলে ভেড়ালেও বছর শেষে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই ব্রাজিলিয়ানকে একেবারে কিনে নেয়ার সুযোগও তাদের সামনে খোলা রয়েছে।
গত মৌসুম শেষে, আরিয়েন রোবেনের অবসরের পর নতুন উইঙ্গারের সন্ধানে ছিল বাভারিয়ানরা। কুতিনহোকে নিয়ে তারা সেই শূন্যস্থান পূরণ করেছে। এখন থেকে কুতিনহো বায়ার্নে রোবেনের রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পরিধান করেই খেলবেন।
সোমবার (১৯ আগস্ট) কুতিনহো বায়ার্নের সঙ্গে চুক্তি সই করেন। এর আগের দিন রোববার তিনি চুক্তি সম্পন্ন করতে মিউনিখে পৌঁছান। এরপর স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছেন।
কুতিনহোকে বার্সেলোনার কাছ থেকে ধারে নিতে বায়ার্ন মিউনিখকে মোটা অংকের টাকা খরচ করতে হয়নি। সাড়ে ৮ মিলিয়ন ইউরো দিয়েই তার সঙ্গে চুক্তি সেরে নিয়েছে বুন্দেস লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
আরআইএস