
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ৩০ আগস্ট ঢাকা পা রাখছে আফগানিস্তান। এ দুই সিরিজের জন্য দলও ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে জায়গা হয়নি ১২ মাসের জন্য নিষিদ্ধ হওয়া ক্রিকেটার মোহাম্মদ শাহজাদের।
শাহজাদ না থাকায় টেস্ট ও টি-টোয়েন্টি দলে ভিন্ন দুই উইকেটরক্ষককে দলে ডেকেছে এসিবি। বিশ্বকাপ খেলা ইকরাম আলী খীল টেস্ট এবং রহমানউল্লাহ গুরবাজ সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে।
রহস্যজনকভাবে টেস্ট দলে জায়গা হয়নি স্পিনার মুজীব-উর-রহমানের। শুধুমাত্র টি-টোয়েন্টিতে দলে তাকে রাখা হয়েছে। অন্যদিকে, পেসার শাপুর জাদরান সুযোগ পেয়েছেন টেস্ট দলে। অধিনায়ক রশিদ খান, মোহাম্মদ নবী এবং আসগর আফগান রয়েছেন দুই ফরম্যাটের স্কোয়াডেই।
এসএইচএস