
এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভ ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৩ মিনিটে সোহেল রানার দুর্দান্ত গোলে এগিয়ে যায় আবাহনী।
দুই মিনিট পর রক্ষণের ভুলে সমতায় ফেরে সফরকারী দল। ৩৭ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের গোলে আবার এগিয়ে যায় আবাহনী।
২-১ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল হজম আবাহনীর। ৫৪ মিনিটে স্কোর ২-২। গোল করেন রিম চোল।
এরপর ৫৭ ও ৬১ মিনিটে পরপর দুই গোল করে আবাহনীকে ৪-২ গোলে এগিয়ে নেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা।
৭৭ মিনিটে পাক সং রক এপ্রিল টুয়েন্টি ফাইভের হয়ে তৃতীয় গোল করে ব্যবধান কমিয়ে আনলেও তারাহার এড়াতে পারেনি।
আগামী ২৮ আগস্ট পিয়ংইয়েং দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে উঠতে হলে আবাহনীকে অ্যাওয়ে ম্যাচে অন্তত ড্র করতে হবে।
আরআইএস