
আইসিসি টি-টুয়েন্টি নারী বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেয়ার আগে বর্তমানে নেদারল্যান্ডসে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচে বাঘিনীরা স্বাগতিকদের ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) আমস্টারডামে অনুস্থিত ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান করে। লাল-সবুজের দলের হয়ে সর্বাধিক ৩৯ রান করেন সানজিদা ইসলাম। এছাড়া, আয়েশা রহমান ৩৫ এবং নিগার সুলতানা অপরাজিত ২৩ রান করেন।
জবাবে নেদারল্যান্ডস অলআউট না হলেও বাঘিনীদের বোলিংয়ের সামনে কোণঠাসা হয়ে থাকায় ৮ উইকেট হারিয়ে মাত্র ৭০ রানের বেশি তুলতেই পারেনি।
বাংলাদেশের পক্ষে বল হাতে নাহিদা আক্তার মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ১৮ রান দিয়ে ২ উইকেট পান ফাহিমা খাতুন।
আরআইএস