
অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ২৯৭ রানের বেশি করতে না পারলেও ইশান্ত শর্মার দারুণ বোলিংয়ে লিড পাওয়ার পর এখন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের ব্যাটে তা বাড়িয়ে নিচ্ছে ভারত। তৃতীয় দিনশেষে তাদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ১৮৫ রান। সবমিলিয়ে তারা এগিয়ে আছে ২৬০ রানে এবং হাতে রয়েছে ৭ উইকেট।
শনিবার (২৪ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করা ৮ উইকেটে ১৮৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জেসন হোল্ডার ও মিগুয়েল কামিন্স নবম উইকেট জুটিতে ৪১ রান যোগ করেন, যার ৩৯ রানই আসে অধিনায়ক হোল্ডারের ব্যাট থেকে। ৪৫ বল খেলে শূন্য রানে কামিন্স ফিরলেও জুটি গড়তে কার্যকর ভূমিকা রাখেন। শেষ ব্যাটসম্যান হিসেবে হোল্ডার আউট হলে ২২২ রানে থামে ক্যারিবীয়রা এবং ৭৫ রানের লিড পায় টিম ইন্ডিয়া।
ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ৪৩ রান দিয়ে নেন ৫ উইকেট। দুইটি করে উইকেট পান মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা।
দ্বিতীয় ইনিংসে ভারতের দলীয় ৩০ রানের মাথায় মায়াঙ্ক আগারওয়াল এবং ৭৩ রানের মাথায় লোকেশ রাহুলকে সাজঘরে ফেরান রোস্টন চেস। চেতশ্বর পূজারাকে বোল্ড করে ফেরত পাথান কেমার রোচ। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১০৪ রান যোগ করে অবিচ্ছিন্ন থেকে দিন পার করে দেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। কোহলি ৫১ এবং রাহানে ৫৩ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করবেন
আরআইএস