• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ১২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০১৯, ১২:৫৩ পিএম

সমস্যায় জর্জরিত থেকেও বড় জয়ের স্বাদ পেল পিএসজি

সমস্যায় জর্জরিত থেকেও বড় জয়ের স্বাদ পেল পিএসজি
তুলুজের বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি। ফটো : বিইন স্পোর্টস

দলবদল সংক্রান্ত ইস্যুতে নেইমারকে নিয়ে সৃষ্টি হওয়া নাটকীয় পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানো হবে না বলে আগেই সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছিলেন পিএসজি কোচ টমাস টুখেল। তার মধ্যে আবার ফ্রেঞ্চ লীগ ওয়ানে তুলুজের বিপক্ষে ম্যাচের শুরুতে এডিনসন কাভানি এবং দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে মাঠ ছাড়লে তা দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দেয়।

তবে শেষ পর্যন্ত নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে তুলুজের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি। দলের পক্ষে জোড়া গোল করেন এরিক মাক্সিম চুপো-মোটিং, একটি গোল করেন মারকুইনহোস। আরেকটি গোল ছিল আত্মঘাতী।

রোববার (২৫ আগস্ট) ঘরের মাঠে খেলতে নেমে ১৭ মিনিটের মাথায় বড় এক ধাক্কা খায় লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। 

বিরতির পর ৫০ মিনিটের মাথায় ক্যামেরুনের ফরোয়ার্ড চুপো-মোটিং ডি-বক্সে ঢুকে বল জালে পাঠালে লিড পায় স্বাগতিকরা। ৫৫ মিনিটের মাথায় ম্যাথিউ গংকালভেসের আত্মঘাতী গোলের সুবাদে সুই গোলে এগিয়ে যায় টুখেলের দল।

৬৬ মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে ফিজিওর সাহায্য নিয়ে মাঠ ছাড়েন গত মৌসুমে পিএসজির সেরা গোলদাতা ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য এমবাপ্পে। ৭১ মিনিটে ডি বক্সের ভেতর তুলজের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও অ্যাঞ্জেল ডি মারিয়ার নেয়া স্পট কিক গোলরক্ষক প্রতিহত করেন।

ম্যাচের ৭৫ মিনিটে জুয়ান বার্নেটের পাসে বল পেয়ে এরিক মাক্সিম চুপো-মোটিং ডান পায়ের শটে আবারো গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। এর ৮ মিনিট পর ডি মারিয়ার নেয়া কর্নার কিক থেকে বল নিয়ে হেডে বল জালে জড়িয়ে তুলুজের বড় পরাজয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস।  

এই জয়ের ফলে তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে পিএসজি। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে আছে রেনে।

আরআইএস  

আরও পড়ুন