
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ালেন মিসবাহ-উল-হক। জাতীয় দলের কোচের পদে আবেদন করার জন্যই ক্রিকেট কমিটি থেকে অব্যাহতি নিলেন তিনি।
আজ (সোমবার) পিসিবির ডিরেক্টর জাকির খানের সঙ্গে দেখা করে বোর্ডের গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মিসবাহ।
পাকিস্তান দলের সাবেক অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘দলের ভবিষ্যৎ প্রধান কোচের পদে আমার নাম দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। কিন্তু সত্যি হলো, আমি আজই এই ব্যাপারে সিদ্ধান্ত নিলাম।’
পাক জাতীয় দলের কোচ হতে গেলে যে কঠিন পরীক্ষা দিতে হবে তা জানেন মিসবাহ। তিনি বলেছেন, ‘প্রধান কোচের পদের জন্য তুমুল লড়াই হবে জেনেও আমি আবেদন করেছি। আমি জানি, আরও কয়েকজন উচুমাপের কোচ ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং এ রোলের জন্য আবেদন করবেন। আর আমাকে অবশ্যই স্বীকার করে নিতে হবে যে, পাকিস্তান ক্রিকেট দলের কোচ হয়া সকলের কাছে স্বপ্ন।’
এসএইচএস