• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০৮:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০১৯, ০৮:৪৬ পিএম

আফিফকে সিপিএল খেলার অনুমতি দিলো না বিসিবি

আফিফকে সিপিএল খেলার অনুমতি দিলো না বিসিবি
আফিফ হোসেন ধ্রুব- ছবি: ক্রিকবাজ

সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)। পঞ্চম বাংলাদেশি হিসেবে এবারের আসরে খেলার ডাক পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটরিটস কিনেছিল তাকে। 

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কারণে সিপিএলের আসন্ন আসরে খেলা হচ্ছে না আফিফের। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, আফিফকে সিপিএলে খেলার জন্য অনুমতিপত্র দেয়নি তারা। বর্তমানে বিসিবির ইমারজিং দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের ম্যাচ খেলার জন্য খুলনায় প্রস্তুতি নিচ্ছেন আফিফ। 

আজ (সোমবার) বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে খেলার জন্য বর্তমানে সে (আফিফ) ইমারজিং দলের সঙ্গে আছে। এরই প্রেক্ষিতে আমরা তাকে এনওসি (অনুমতি) দেয়নি। নির্বাচকরা তাকে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করছে। এ কারণে আমরা তাকে দেশেই থাকতে বলেছি।’ 

বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা আফিফ বোর্ডের সিদ্ধান্তে নাখোশ নন। বরং জাতীয় দলে ডাক পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি, ‘আমি আদৌ জানি না জাতীয় দলের হয়ে খেলবো কি-না। তবে আমাকে এনওসিও দেয়া হয়নি। তাদের আমি অনেক আগেই আবেদনপত্র দিয়েছিলাম। তারা শুধু জানিয়েছিল, পরে এ ব্যাপারে আমাকে জানানো হবে। বোর্ডের নেয়া সিদ্ধান্তে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি দেশকে এই মুহূর্তে প্রতিনিধিত্ব করছি।’   

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন আফিফের দলে ডাক পাওয়ার ব্যাপারে জানিয়েছেন, ‘আমরা তাকে নিয়ে পরিকল্পনা করছি। সে দারুণ একজন খেলোয়াড়। হাই পারফরম্যান্স (এইচপি) এবং এ দল তাকে নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা ওকে ভবিষ্যতের জন্য তৈরি করছি। তবে এটা নিশ্চিত করা যাচ্ছে না যে, আগামী সিরিজে সে জাতীয় দলে থাকছে কি-না।’  

এসএইচএস 

আরও পড়ুন