• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯, ০৯:২৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৭, ২০১৯, ০৯:২৫ এএম

ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে দেশীয় ফুটবলের নতুন মৌসুম 

ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে দেশীয় ফুটবলের নতুন মৌসুম 
ফাইল ফটো

মৌসুম শুরুর আগে প্রতিবারই বেঁকে বসে পেশাদার ফুটবল ক্লাবগুলো। এবারো তার ব্যতিক্রম হয়নি। তাদের চাপের মুখেই পরেই দলবদলের তারিখ ১৬ আগস্ট থেকে পিছিয়ে সেটা এখন ১ অক্টোবর থেকে ২৮ নভেম্বর করা হয়েছে। এই প্রায় ২ মাস ধরে একসঙ্গে চলবে দেশি ও বিদেশি ফুটবলারদের দলবদল। 

প্রিমিয়ার লীগের নতুন মৌসুম শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। এর আগে, ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে পর্দা উঠবে নতুন ফুটবল মৌসুমের। গতকাল (সোমবার) পেশাদার লীগ কমিটির সভায় বাফুফের নেয়া এসব সিদ্ধান্তের কথা জানান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি। 

এদিকে বাইলজ অনুযায়ী, গত মৌসুমের পয়েন্ট টেবিলের নিচের সারির দুই দল নোফেল স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসির অবনমিত হওয়ার কথা থাকলেও, তা হয়তো হচ্ছে না। অবনমিত না করার জন্য বাফুফেকে চিঠি দিয়েছে নোফেল। অন্যদিকে, ক্লাবগুলোর দাবি দুই দলকেই যেন রাখা হয় আসন্ন লীগে। 

আগের আসরের থেকে এবারের আসরে ভেন্যু সংখ্যা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। গত মৌসুমে মুর্শেদি জানিয়েছেন, নরসিংদী স্টেডিয়াম, আর্মি স্টেডিয়াম, কমলাপুর ও কুমিল্লা স্টেডিয়ামকে ভেন্যু করার চিন্তা-ভাবনা করছে তারা। 

তিনি বলেছেন, ক্লাবগুলোর সুবিধার জন্য ভেন্যু কমানো হবে না। চট্টগ্রামে ভেন্যু করতে তাদের চিঠি দিয়ে জানানো হবে। সব ধরনের সুযোগ-সুবিধা থাকলে অবশ্যই ভেন্যু বাড়বে। কমার কোনো সুযোগ নেই। 

ইউরোপিয়ান ফুটবলের আদলে স্বাধীনতা কাপ আয়োজনের বন্দোবস্তও করতে যাচ্ছে বাফুফে। সে কারণে খসড়া ক্যালেন্ডারও তৈরি করে ফেলেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। 

এসএইচএস 

 

আরও পড়ুন