
দারুণ জয় দিয়ে ইউএস ওপেন শুরু করলেন নোভাক জোকোভিচ। বিশ্বের শীর্ষ বাছাই এবং গতবারের চ্যাম্পিয়ন প্রথম রাউন্ডে হারিয়েছেন স্পেনের রবার্তো কারবালেস বাইনাকে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) স্প্যানিশ এ টেনিস খেলোয়াড়কে সরাসরি ৬-৪, ৬-১, ৬-৪ সেটে হারান জকোভিচ।
এ ম্যাচ জয়ের পরেই জানা গেছে আসন্ন নভেম্বরে ডেবিস কাপেও অংশ নিচ্ছেন জকোভিচ। দেশের হয়ে জকোর লড়াই করার বিষয়টি নিশ্চিত করেছে সার্বিয়ার টেনিস সংস্থা। সার্বিয়ার টিম কোচ নেনাদ জিমোনজিক বিশ্বসেরা এ টেনিস তারকার সঙ্গে কথা বলার জানিয়েছেন, ‘নোভাকের দলে আসাটা আমাদের জন্য দারুণ ব্যাপার। খুব ভালো লাগছে এত দিন পরে ওর দলে যোগ দেয়ার কথা শুনে।’
এদিকে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দারুণ জয় পেয়েছে রাশিয়ার দানিল মেদভেদ। তিনি হারিয়েছেন ভারতীয় প্রজ্ঞেশ গুণেশ্বরনকে। ভারতের একনম্বর টেনিস তারকাকে ৪-৬, ১-৬, ২-৬ সেটে হারান বিশ্বের পাঁচ নম্বর তারকা মেদভেদ।
প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন ২০১৬ চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কের্বেরও। ১৪ নম্বর বাছাই ৫-৭, ৬-০, ৪-৬ সেটে হারেন অবাছাই ক্রিস্টিনা ম্লাদেনোভিচের বিরুদ্ধে। কের্বেরের পাশাপাশি আসরের প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছেন কানাডার তারকা ইউজেনি বুশার্ডও।
এসএইচএস