• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯, ০২:২২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৭, ২০১৯, ০২:২২ পিএম

টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর ‘ওভাই’

টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর ‘ওভাই’
আফগানিস্তানের সঙ্গে টেস্ট এবং ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য ‘ওভাই’ সিরিজের টাইটেল স্পন্সর নিশ্চিত করেছে।

আফগানিস্তানের সঙ্গে আসন্ন একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য অফিসিয়াল টাইটেল স্পন্সর হয়েছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি ‘ওভাই’। 

বুধবার (২৬ আগস্ট) ঢাকার কারওরান বাজারে ওভাই কার্যালয়ে সিরিজের গ্রাউন্ড রাইটস হোল্ডার প্রতিষ্ঠান কে স্পোর্টসের সঙ্গে একটি চুক্তি সইয়ের মাধ্যমে ‘ওভাই’ সিরিজের টাইটেল স্পন্সর নিশ্চিত করেছে।

কে স্পোর্টসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক আশফাক আহমেদ এবং ‘ওভাই’র পক্ষে কোম্পানির চিফ অপারেটিং অফিসার কাজী ওমর ফেরদৌস চুক্তিপত্রে সই করেন।

৩০ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে ১ ও ২ সেপ্টেম্বর আফগানদের দুইদিনের অনুশীলন ম্যাচ। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র টেস্টটি খেলবে আফগানরা। 

টি-টুয়েন্টি সিরিজ খেলতে ৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে। ১১ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে তারা একটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে। 

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তান—তিন দলই চারটি করে ম্যাচ খেলবে। ১৩ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।  পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ২৪ সেপ্টেম্বরের ফাইনাল।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি : 
 

তারিখ

ম্যাচ

ভেন্যু

৫-৯ সেপ্টেম্বর

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট

চট্টগ্রাম

১৩ সেপ্টেম্বর

বাংলাদেশ-জিম্বাবুয়ে

মিরপুর

১৪ সেপ্টেম্বর

আফগানিস্তান-জিম্বাবুয়ে

মিরপুর

১৫ সেপ্টেম্বর

বাংলাদেশ-আফগানিস্তান

মিরপুর

১৮ সেপ্টেম্বর

বাংলাদেশ-জিম্বাবুয়ে

চট্টগ্রাম

২০ সেপ্টেম্বর

আফগানিস্তান-জিম্বাবুয়ে

চট্টগ্রাম

২১ সেপ্টেম্বর

বাংলাদেশ-আফগানিস্তান

চট্টগ্রাম

২৪ সেপ্টেম্বর

ফাইনাল

মিরপুর

 

আরআইএস  

আরও পড়ুন