
এপোয়েল নিকোসিয়ার মাঠে গোলশূন্য ড্র করে আসায় বাছাইপর্বের প্লে-অফের দ্বিতীয় লেগে জয় দরকার ছিল আয়াক্সের। ঘরের মাঠে কাঙ্ক্ষিত সে লক্ষ্য ছুঁয়েও ফেলল তারা। গতকাল (বুধবার) রাতে আমস্টারডাম এরেনায় এপোয়েলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের মূলপর্ব নিশ্চিত করেছে হল্যান্ডের ক্লাবটি।
ইউরোপ সেরার গত মৌসুমে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো জায়ান্ট দলগুলোকে বধ করে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলে আয়াক্স। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে দলের দুই সেরা তারকা ফ্র্যাঙ্কি ডি অং ও মাত্থিজিস ডি লিট দল ছাড়ায় শক্তির ভাঁটায় টান পড়ে তাদের। তবে তাতেও এপোয়েল রুখতে পারলো না আয়াক্সকে।
ম্যাচের ৪৩ মিনিটে স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন এডসন আলভারেজ। অন্যদিকে, ডাচ ক্লাবটির চ্যাম্পিয়নস লীগে খেলার টিকিটটি নিশ্চিত হয় ৮০ মিনিটে করা দুসান তাদিচের করা গোলে।
চ্যাম্পিয়নস লীগের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে স্লাভিয়া প্রাহা ও ক্লাব ব্রুগেও। একই রাতে স্লাভিয়া ১-০ (অগ্রগামিতা: ২-০) গোলে ক্লুজকে এবং ব্রুগে ২-১ (অগ্রগামিতা: ৩-১) গোলে হারায় লাস্ককে।
এসএইচএস