• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০১৯, ০৪:৪৬ পিএম

ইউএস ওপেন : আবারো চমক দেখালেন ‘ওয়ান্ডারগার্ল‍‍’ কোরি গফ

ইউএস ওপেন : আবারো চমক দেখালেন ‘ওয়ান্ডারগার্ল‍‍’ কোরি গফ
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন কোরি গফ। ফটো : টুইটার

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হাঙ্গেরির ২৬ বছর বয়সী তারকা তিমিয়া বাবোসকে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন মার্কিন টিনএজ সেনসেশন কোরি গফ। 

লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১১২তম বাছাই বাবোসকে ৬-২, ৪-৬ ও ৬-৪ সেটে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন এই ‘ওয়ান্ডারগার্ল‍‍’।

উইম্বলডন ওপেনের অঘটনের শিকার হয়ে মাত্র ১৫ বছর বয়সী কোরি গফের কাছে পরাজিত হয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে ভেনাস উইলিয়ামস তার স্বদেশী কোরি গফের কাছে হেরে যান। ১৯৯১ সালের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের কোনো একক ম্যাচ জয়ের রেকর্ড গড়েন গফ। 

আরআইএস 

আরও পড়ুন