
আগামী অক্টোবর মাসের শেষদিকে দুই ম্যাচ ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
শুক্রবার (৩০ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে। সবকটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চলতি বছরের জানুয়ারিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা নারী দল সেখানে খেলতে যাচ্ছে।
গত বছর বিসিবি এবং পিসিবির সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে বাঘিনীরা ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তান সফর করবে। চার বছর আগে নারী দল প্রথমবারের মতো পাকিস্তান সফরে গিয়েছিল।
বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফরের সূচি-
২৬ অক্টোবর : প্রথম টি-টুয়েন্টি
২৮ অক্টোবর : দ্বিতীয় টি-টুয়েন্টি
৩০ অক্টোবর : তৃতীয় টি-টুয়েন্টি
০২ নভেম্বর : প্রথম ওয়ানডে
০৪ নভেম্বর : দ্বিতীয় ওয়ানডে
সূত্র : ক্রিকবাজ
আরআইএস