• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ১০:১৭ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ১০:১৭ এএম

প্রত্যাশিত জয় পেয়ে শীর্ষে পিএসজি

প্রত্যাশিত জয় পেয়ে শীর্ষে পিএসজি
মেসের বিপক্ষে গোল পাওয়ার পর উদযাপনরত পিএসজির খেলোয়াড়রা। ফটো : টুইটার

দলবদল সংক্রান্ত ইস্যুতে নেইমার এবং ইনজুরির কারণে এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি সত্ত্বেও লীগ ওয়ানের ম্যাচে নবাগত দল মেসকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। স্প্যানিশ উইঙ্গার হুয়ান বার্নেট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।

ম্যাচের ৪৩ মিনিটে মার্কো ভেরাত্তির ফ্রি কিক থেকে বল পেয়ে ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোটিং হেডে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। 

এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে এক ম্যাচ কম খেলা রেনে।

আরআইএস 
 

আরও পড়ুন