• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০১:০৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ০১:০৩ পিএম

টি-টুয়েন্টি নারী বিশ্বকাপ বাছাইপর্ব

আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি

আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ফাইল ফটো

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ টি-টুয়েন্টি নারী বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ দল ।

শনিবার (৩১ আগস্ট) স্কটল্যান্ডের ডান্ডিতে বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলাটি শুরু হবে।
 
জয়ের ধারাবাহিকতা নিয়ে টুর্নামেন্ট শুরু করছে বাংলার মেয়েরা। বাছাইপর্বকে সামনে রেখে নেদারল্যান্ডসের তারা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেখানে বাঘিনীরা স্বাগতিকদের বিপক্ষে একটি এবং থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে জিতেছে টাইগ্রেসরা। আর স্কটল্যান্ড পৌঁছানোর পর বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচেও পেয়েছে বড় জয়। নেদারল্যান্ডসকে ১০ উইকেটে হারিয়েছে জাহানারা-সালমারা।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর এবং স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর।

আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টুয়েন্টি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। গতবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

আরআইএস 
 

আরও পড়ুন