• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ০৫:২৯ পিএম

‘জাতীয় দল নয়, ক্রিকেট খেলি প্যাশনের জন্য’

‘জাতীয় দল নয়, ক্রিকেট খেলি প্যাশনের জন্য’
মুরালি বিজয়- ছবি: ইন্টারনেট

যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে মাঠে নামার। যেকোনো ফরম্যাটেই হোক দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সব ক্রিকেটারের জন্যই গর্বের। তবে ভারতীয় ক্রিকেটার মুরালি বিজয় বলছেন ভিন্ন কথা। দেশের হয়ে খেলার জন্য নয়, তিনি ক্রিকেট খেলেন প্যাশনের জন্য। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন ভারতের হয়ে ৬১ টি টেস্ট, ১৭ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা এই উদ্বোধনী ব্যাটসম্যান। 

তিনি বলেন, ‘আমি ক্রিকেট খেলি এর প্রতি আমার প্যাশনের কারণে। আমি ভারতের হয়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারছি কি-না, সেদিকে তাকাই না। আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে, উচ্চপর্যায়ে খেলা। সুতরাং, যেকোনো ক্রিকেটেই আমার জন্য ভালো। আমি যে দলের হয়েই খেলি, ওই দলকেই সহায়তা করতে চাই।’

ভারতে জাতীয় দলে অনিয়মিত মুরালি বিজয় সর্বশেষ দেশের জার্সি গায়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে প্রথম ইনিংসে আউট হয়েছিলেন কোনো রান না করে, দ্বিতীয় ইনিংসেও করেছিলেন মাত্র ২০ রান। এরপর থেকেই মূলত জাতীয় দলের দরজা বন্ধ তার। ৩৫ বছর বয়সী মুরালি বিজয়ের আবার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও কম। 

তবে এখনই আশাহত হতে রাজি নন তিনি। তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ‘অবশ্যই আমি আবার জাতীয় দলে ফিরতে চাই। আমার স্বপ্নের মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। আমি চারবার জাতীয় দলে ফিরে এসেছি। এখানে চাপের কিছু নেই। আমি জানি কীভাবে ফিরে আসতে হয়। আমি যেই দলের হয়েই খেলি, ওই দলকেই জেতাতে চাই এবং তরুণদের সঠিক মানসিকতা তৈরি করতে চাই। সুতরাং, আমার এখনও ক্রিকেটকে অনেক কিছু দেয়ার আছে।’ 

এমএইচবি/এসএইচএস 

আরও পড়ুন