• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০৮:০৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ১০:০৫ এএম

পিএসজির চাহিদা পূরণ করতে পারছে না বার্সেলোনা

পিএসজির চাহিদা পূরণ করতে পারছে না বার্সেলোনা
ফাইল ফটো

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের ট্র্যান্সফার নাটক যেন কিছুতেই শেষ হচ্ছে না। একের পর এক গুঞ্জন শোনা গেলেও, এখন পর্যন্ত নেইমারকে বিক্রি করার ব্যাপারে পিএসজির সঙ্গে ঐক্যমতে পৌঁছাতে পারেনি বার্সলোনা। সর্বশেষ, ২৯ আগষ্ট বেশ কয়েকটি বড় গণমাধ্যমে খবর এসেছিলো ১৯৮ মিলিয়ন ইউরোতে নেইমারকে কিনে ফেলেছে কাতালান ক্লাবটি। 

তবে ওই গুজবকে গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। নেইমারকে দলে ভেড়ানোর জন্য বার্সা যে প্রস্তাব করেছে, তাতে পূরণ হচ্ছে না পিএসজির চাহিদা। এ জন্যই নেইমারের চুক্তি আটকে আছে বলে জানিয়েছেন লিওনার্দো। 

তিনি বলেন, ‘আমরা আগষ্টের ২৭ তারিখ নেইমারের জন্য বার্সলোনার কাছ থেকে প্রস্তাব পাই। তারা এখনও আমাদের চাহিদা পূরণ করার মতো কোনো প্রস্তাব রাখেনি। নেইমারের ব্যাপারে পিএসজির অবস্থান স্পষ্ট। যদি কোনো প্রস্তাব আমাদের সন্তুষ্ট করতে পারে, তাহলে সে চলে যেতে পারে। তবে এটা কোনো ব্যাপার না, আলোচনা চলবে।’

ফরাসি লিগে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে পিএসজি। যার কোনোটাতেই ছিলেন না নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারও যে দল ছাড়তে চান সে কথাও গোপন করেননি লিওনার্দো। তবে ভালো প্রস্তাব না পেলে নেইমারকে ছাড়ছে না পিএসজি, এ কথাও স্পষ্ট জানিয়েছেন তিনি। 

লিওনার্দো আরও বলেন, ‘নেইমার সবসময়ই বলেছে সে ক্লাব ছাড়তে চায়। কিন্তু কেউ তাকে কিনতে যথেষ্ট টাকা দিচ্ছে না। যদি কোনো অফার আমাদের চাহিদা পর্যন্ত না পৌঁছায়, তাহলে তার পিএসজিতেই থাকতে হবে। সে অসাধারণ একজন ফুটবলার, কিন্তু এখন তার সাথে ক্লাবের সম্পর্কটা ভালো যাচ্ছে না।’

এমএইচবি/এসএইচএস 

আরও পড়ুন