• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ১০:৫৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ১০:৫৬ এএম

টি-টুয়েন্টি নারী বিশ্বকাপ বাছাইপর্ব

প্রথম ম্যাচের আগেই দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ! 

প্রথম ম্যাচের আগেই দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ! 

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি নারী বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের মিশন শুরু করার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ানোয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। 

তবে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির ম্যাচটি পরিত্যক্ত হলেও কোনো দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়নি। আগামী সোমবার (২ সেপ্টেম্বর) বরাদ্দকৃত রিজার্ভ ডে'তে ম্যাচটি আয়োজন করা হবে।

তার আগেই অবশ্য আজ রোববার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে লাল-সবুজের দল। আইসিসির হাস্যকর সূচি অনুযায়ী প্রথম ম্যাচের রিজার্ভ ডে তার পরের দিন না রেখে একদিন বাদ দিয়ে রাখার কারণে প্রথম ম্যাচের আগেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সালমা-জাহানারারা।  

শনিবার (৩১ আগস্ট) স্কটল্যান্ডের ডান্ডিতে বাংলাদেশ সময় বেলা ৩টায় (স্থানীয় সময় সকাল ১০টায়) খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। 

খেলা যথা সময়ে শুরু না হলেও সকালে বৃষ্টি থেমে যাওয়ায় ৯ ওভারের ম্যাচ হওয়ার আশা জাগলেও স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আবারো বৃষ্টি নামে। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

এ’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আগামী ৩ সেপ্টেম্বর মাঠে নামবে। বাছাইপর্বে ‘বি’ গ্রুপে রয়েছে- আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ৫ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ৭ সেপ্টেম্বর হবে ফাইনাল ম্যাচ। ফাইনালে ওঠা দুই দল আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। 

আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টুয়েন্টি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। গতবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

আরআইএস 
 

আরও পড়ুন