• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ০১:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ০১:৫২ পিএম

পিএসজিতেই থাকছেন নেইমার

পিএসজিতেই থাকছেন নেইমার
ট্রান্সফার মার্কেটে রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। ফটো : গেটি

২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ট্রান্সফার মার্কেটে রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে তখন পিএসজিতে যোগ দেন তিনি। তবে সেখানে যাওয়ার পর থেকেই তার সময়টা ভালো কাটছে না। ইনজুরি সমস্যায় জর্জরিত নেইমার মৌসুমের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন মাঠের বাইরে। 

নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে তাই মরিয়া ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তাকে দলে ফেরাতে আগ্রহী ছিল কাতালান ক্লাবটিও। যে কারণে তার জন্য পিএসজির কাছে তারা প্রস্তাবও করেছিল। তবে ওই প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি পিএসজি। যে কারণে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনও ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই ক্লাব।

পুরো ট্রান্সফার উইন্ডোতেই নেইমারের বার্সায় ফেরা নিয়ে চলেছে নানা নাটকীয়তা। নেইমার নিজেই দল ছাড়তে চাওয়ার পাশাপাশি তাকে ছেড়ে দিতে চেয়েছিল পিএসজিও। তবে তার জন্য তাদের চাহিদা মতো অফার পাওয়ার শর্ত জুড়ে দিয়েছিল ফ্রেঞ্চ ক্লাবটি। সব পক্ষেরই আগ্রহ থাকায় ধারণা করা হচ্ছিল, নেইমার বোধ হয় আবারো ফিরছেন নিজের সাবেক ক্লাবে। 

তবে শেষ পর্যন্ত আর স্পেনে ফেরা হচ্ছে না নেইমারের, নিজের বর্তমান ক্লাব পিএসজিতেই তিনি থাকবেন বলে দাবি স্কাই স্পোর্টসের। রোববার (১ সেপ্টেম্বর) ব্রাজিলের অনুশীলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের মিয়ামি যাবেন নেইমার। সেখান থেকে তিনি আবারও ফ্রান্সেই ফিরবেন বলে দাবি সংবাদ মাধ্যমটির। বর্তমানে নেইমারের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত যুক্তি রয়েছে পিএসজির।

এমএইচবি/আরআইএস


 

আরও পড়ুন