• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০১৯, ০৩:৫৯ পিএম

ইউএস ওপেন 

কোয়ার্টার ফাইনালে ফেদেরার-সেরেনা, জকোভিচের বিদায় 

কোয়ার্টার ফাইনালে ফেদেরার-সেরেনা, জকোভিচের বিদায় 
রজার ফেদেরার এবং সেরেনা উইলিয়ামস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও বিদায় নিয়েছেন নোভাক জকোভিচ। ফটো : টেনিস ডট কম

ইনজুরিতে ইউএস ওপেন স্বপ্ন শেষ হয়ে গেছে নোভাক জকোভিচের। স্তানিসলাস ভাবরিঙ্কার কাছে হেরে গেছেন এ শীর্ষ বাছাই। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার এবং সেরেনা উইলিয়ামসও।
 
আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে জকোভিচের প্রতিপক্ষ শুধু ভাভরিঙ্কা নয়, ইনজুরিও ছিল। আগের ম্যাচে কাঁধের ব্যথা নিয়েই জয় পেয়েছিলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। তবে রাউন্ড অব সিক্সটিনে আর পেরে ওঠেননি। 

২৩তম বাছাইয়ের কাছে প্রথম দুই সেট লড়াই করে হারেন ৬-৪ ও ৭-৫ গেমে। কিন্তু তৃতীয় সেটের মাঝপথে ইনজুরির কাছে হার মেনে কোর্ট ছাড়েন জকোভিচ। 

তবে উড়ন্ত ফেদেরারকে থামাতে পারেননি ডেভিড গোফিন। ৮০ মিনিটের দ্বৈরথে ৬-২, ৬-২, ৬-০ গেমে চতুর্থ রাউন্ড পেরিয়ে শেষ আটে চলে যান সুইস তারকা। এই নিয়ে গোফিনের বিপক্ষে ৪২ মোকাবেলায় ৩৪ বারের মতো জয়ের দেখা পেলেন পাঁচবারের ইউএস ওপেন জয়ী তারকা। শেষ আটে ফেডেক্সের প্রতিপক্ষ গ্রেগর দিমিত্রভ।  

এদিকে, ইনজুরি বাধা হতে পারেনি ছয়বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের কাছে। ফাইনাল সেটে ডান পায়ের গোড়ালিতে চোট পেলে মেডিকেল টাইম আউট নেন সেরেনা। তবে কোর্টে ফিরে এসে সরাসরি সেটেই হারিয়েছেন পেতরা মার্টিচকে। শেষ আটের লড়াইয়ে তার প্রতিপক্ষ ওয়াং কিয়াং।

আরআইএস 
 

আরও পড়ুন