
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেই। এরপর নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন ক্রিকেটাররা। প্রতিপক্ষ আফগানিস্তান দলও এরই মধ্যে পা রেখেছে চট্টগ্রাম। সেখানে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলছে তারা।
অন্যদিকে, সোমবার (২ সেপ্টেম্বর) ম্যাচের ভেন্যু চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। নেটে দীর্ঘক্ষণ নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহরা। হাত ঘুরিয়েছেন তাসকিন-তাইজুলরাও।
চট্টগ্রামের ছেলে নাঈম হাসান জানিয়েছেন একাদশে সুযোগ পেলে জ্বলে উঠতে চান তিনি। আফগানিস্তানের বিপক্ষে দলের ভালো করার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী চট্টগ্রামের এই ক্রিকেটার।
নাঈম বলেন, দলের সবাই ফুরফুরে মেজাজে আছেন। আমরা জয়ের লক্ষ্যেই খেলতে নামবো। যদি একাদশে সুযোগ পাই, তাহলে নিজেকে মেলে ধরার চেষ্টা করবো।
এমএইচবি/আরআইএস