• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৬:২১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৬:২১ পিএম

ইউএস ওপেন

শেষ ষোল থেকেই বাদ চ্যাম্পিয়ন ওসাকা

শেষ ষোল থেকেই বাদ চ্যাম্পিয়ন ওসাকা
ইউএস ওপেনের থেকে বাদ পরার পর দর্শকদের দিকে হাত নেড়ে বিদায় জানাচ্ছেন নাওমি ওসাকা। ফটো : ফক্স স্পোর্টস

বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনের নারী এককের শেষ ষোল থেকেই ছিটকে পড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। সুইজারল্যান্ডের বেলিন্দা বেনসিচের কাছে হেরে গেছেন জাপানের এই টেনিস তারকা। 

টুর্নামেন্টের ১৩তম বাছাই বেলিন্দার কাছে ২-০ সেটে হেরে ইউএস ওপেনের এবারের আসর থেকে বিদায় নিয়েছেন ওসাকা। ৭-৪ ও ৬-৪ গেমে সেট দুটিতে হেরেছেন গত আসরের চ্যাম্পিয়ন। এই হারে ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও ওসাকা হারাতে যাচ্ছেন।   
 
অন্যদিকে, ফ্ল্যাশিং মিডোতে টুর্নামেন্টের পুরুষ এককে ২২তম বাছাই মারিন সিলিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন অন্যতম শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। তিনি জয় পেয়েছেন ৩-১ সেটে। 

প্রথম সেট ৫-৩ গেমে জিতলেও পরেরটিতে ৬-৩ ব্যবধানে হেরে যানে এই স্প্যানিশ তারকা। তবে পরের দুই সেটে ৬-১ ও ৬-২ গেমে জিতে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেননি ৩৩ বছর বয়সী এই টেনিস তারকা।

এমএইচবি/আরআইএস 
 

আরও পড়ুন