
জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলেই তিনি নিজের ব্যাট-প্যাড খুলে রাখার সিদ্ধান্ত নিলেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিজের অবসরের কারণ জানিয়ে মাসাকাদজা বলেন, এমন সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে নিষিদ্ধ ঘোষণা করার কারণে বিশ্বকাপের টি-টুয়েন্টি বাছাইপর্বে অংশ নিতে না পারার কারণে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
ক্রিকেট থেকে নিজের সরে যাওয়াকে উঠতি তারকাদের জন্য সুযোগ বলে উল্লেখ করে তিনি ভবিষ্যতে ক্রিকেট সংশ্লিষ্ট যেকোনো কিছুর সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার ব্যাপারে আশা প্রকাশ করেন।
নিজের ক্যারিয়ারের সেরা মুহূর্তের কথা জানিয়ে মাসাকাদজা বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে তাদের মাঠে টেস্ট জয় আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা।
আরআইএস