
‘মেয়েদের এককে সহজ জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস’
আগের ৭ বারের একবারও পেরে উঠেননি রজার ফেদারারের সঙ্গে, এবার পারলেন। বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভ ইউএস ওপেনে হারিয়ে দিয়েছেন টূর্নামেন্টের অন্যতম শীর্ষ বাছাই ফেদারারকে।
এর আগের ৭ দেখায় ১৮ সেটের মধ্যে মাত্র দুইটিতে জিতেছিলেন দিমিত্রিভ। যে কারণে এই ম্যাচে স্পষ্টই ফেভারিট ছিলেন ফেদারার। কিন্তু তাকে ৬-৩, ৪-৬, ৬-৩, ৪-৬, ২-৬ সেটে হারিয়ে ইউএস ওপেনের এবারের আসর থেকেই বিদায় করে দিয়েছেন বুলগেরিয়ান টেনিস তারকা।
প্রথম সেটে অবশ্য ৬-২ গেমের সহজ জয় পান ফেদারার। কিন্তু দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে নেন দিমিত্রিভ। তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে এগিয়ে যান ফেদেরার। চতুর্থ সেটে ৬-৪ গেমে জিতে সমতা ফেরান দিমিত্রভ। পঞ্চম সেটে ৬-৩ গেমে হেরে যাওয়ায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ফেদারারকে।
মেয়েদের এককে সহজ জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। ৩৭ বছর বয়সী মার্কিন টেনিস তারকা চীনের ওয়াং কিয়াংকে বিধ্বস্ত করেছেন ৬-১, ৬-০ গেমে।
এমএইচবি/এসএমএম