
হৃদরোগের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করা আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়েছে।
ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় প্রেসিডেন্ট গোল্ডকাপে ১৯৮৩ সালে নেপালের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন আবাহনীর সাবেক এই ফুটবলার, আন্তর্জাতিক ফুটবলে যা বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক।
১৯৭৯ সালে আবহনীর অধিনায়ক ছিলেন চুন্নু। বেশ কয়েক দফায় ছিলেন বাংলাদেশ দলের অধিনায়কও। ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছিলেন তিনি।
এমএইচবি/আরআইএস