
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো মাঠে নেমেছে বাংলাদেশ। দুই বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটা প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানেই আছে প্রায় দুই দশক ধরে টেস্ট খেলা বাংলাদেশের বিরুদ্ধে।
পাঁচ উইকেট হারিয়ে দিনশেষে তাদের সংগ্রহ ২৭১ রান। সাত স্পিনার হাত ঘুরিয়েও প্রথম দিনে অল-আউট করা যায়নি আফগানিস্তানকে। পেসারহীন একাদশে দুই উইকেট করে পেয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান, বাকি এক উইকেট গেছে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের ঝুলিতে।
শুক্রবার সকালে যত দ্রুত সম্ভব আফগানিস্তানকে অল-আউট করাই এখন বাংলাদেশি বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে কী ভাবছে টাইগার বোলাররা? স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন মিরাকলের অপেক্ষায় আছেন তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘দেখুন, আগামীকাল (শুক্রবার) ১০ রানেই যদি ৫ উইকেট ফেলে দেই আমরা? ক্রিকেটে এমন মিরাক্কল যে হয় না, তা নয়। আমাদেরও তেমন কিছু করতে হবে। নাঈম যেমন দুই বলে দুই উইকেট (আসলে এক ওভারে দুই উইকেট) নিয়ে গেল, তেমনি দ্রুত ওদের আউট করতে হবে। তবে ম্যাচ এখনও আমাদের নিয়ন্ত্রণেই আছে বলবো আমি।’
এমএইচবি