
ইউএস ওপেনের গত আসরের ফাইনালে আম্পায়ারের উপর মেজাজ হারিয়েছিলেন মার্কিন টেনিস তারকা, হেরেছিলেন জাপানের নাওমি ওসাকার কাছে। তবে আর একটা ম্যাচ জিতলেই মহিলাদের বিভাগে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন এই মার্কিন তারকা, যা হবে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আর্থার আসে স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনালে ইউক্রেনের এলিনা ভিতলিনাকে পাত্তাই দেননি সেরেনা। প্রথম সেটে ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেটে ৬-১ গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে চলে যান যুক্তরাষ্ট্রের এই টেনিস কিংবদন্তি।
সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। এবার ইউএস ওপেন সেরেনা জয় করলে কোর্টকে স্পর্শ করে ফেলবেন।
আরআইএস