
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালে তাইজুল ইসলামের দুই উইকেট শিকারের পর বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা আফগানিস্তান ৩০০ রানের গণ্ডি পার হয়েছে। এখন পর্যন্ত তাদের স্কোর ৮ উইকেটে ৩২২ রান।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ২৭১ রান নিয়ে সফরকারীরা দ্বিতীয় দিনের খেলা শুরু করে।
তাইজুল ইসলামের করা ১০০তম ওভারের শেষ বলে অকারণে স্লগ করতে গিয়ে ব্যাটে-বলে টাইমিং করতে ব্যর্থ হন আজগর আফগান। উইকেটের পেছন থেকে সামান্য বাঁ দিকে সরে এসে উঁচু হয়ে যাওয়া বল গ্লাভসবন্দি করেন মুশফিক। আর তাতেই আজগর নার্ভাস নাইন্টিজে ফিরে যান।
এরপর ১১৪ বলে ৪১ রান করা আফসার জাজাইকেও প্যাভিলিয়নের পথে হাঁটতে বাধ্য করেন তাইজুল। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে বোল্ড করে তাইজুল নিজের চতুর্থ শিকার পকেটে ভরে নেন। খানিক আগে ৯ রান করা কায়েস আহমেদ সাকিব আল হাসানের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। আফগান অধিনায়ক রশিদ খান দ্রুত রান তোলার চেষ্টায় আছেন। ২৪ বলে ৩২ রান করে এখন তিনি ক্রিজে আছেন।
আগের দিন আফগানদের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করে ১০ চার ও ২ ছয়ে ১০২ রান করে নাঈম হাসানের শিকার হন রহমত শাহ।
তাইজুল ইসলামের চার উইকেটের পাশাপাশি দুইটি উইকেট পেয়েছেন নাঈম হাসান। বাকি একটি উইকেট তুলে নিয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।