• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৭:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৭:১২ পিএম

সেই রাজাকে ছাড়াই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

সেই রাজাকে ছাড়াই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের অন্যতম তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। ছবি: গেটি

কয়েক মাস আগে আন্তর্জান্তিক ক্রিকেট থেকে  জিম্বাবুয়েকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খেলতে না পারার আকুতি জানিয়ে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার করা একটি টুইট বেশ সাড়া ফেলে। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওই সিরিজের জন্য ঘোষণা করা জিম্বাবুয়ের স্কোয়াডে জায়গা হয়নি সেই সিকান্দার রাজার। 

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেই তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। জানা গেছে, দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার কারণেই দল থেকে বাদ দেয়া হয়েছে রাজাকে। 

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। 

ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, তিনোতেন্দা মুতুমবদজি, টনি মুনিয়ঙ্গা, কাইল জার্ভিস, তেন্দাই চাতারা, ক্রিস্টোফার এমপুফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, এইনস্লে এনডলোভো, তিমিসেন মারুমা, রায়ান বার্ল।

আরও পড়ুন