
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে অবস্থান করছেন রাফায়েল নাদাল।
শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে আর্থার আসে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ইতালির বেলিন্দা বেনচিচকে হারিয়ে নাদাল ফাইনাল নিশ্চিত করেন।
প্রত্থম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৭-৬ গেমে জয় তুলে নেন নাদাল। দ্বিতীয় সেটে স্প্যানিশ তারকা ৬-৪ সেটে জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যান। এরপর তৃতীয় সেটে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৬-১ গেমের জয় তুলে নিয়ে ১৯ বারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষায় থাকা বর্তমান নাম্বার দুই।
ফাইনালে নাদালের প্রতিপক্ষ রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। আরেক সেমিফাইনালে মেদভেদেভ বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৭-৬ (টাইব্রেকার), ৬-৪ এবং ৬-৩ গেমে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে খেলা নিশ্চিত করেন।
আরআইএস