
ব্রাজিলের জার্সি গায়ে এবারের মৌসুমে প্রথমবারের মতো মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন তারকা ফুটবলার নেইমার। তার লক্ষ্যভেদেই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সেলেসাওরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৯ মিনিটে নেইমারের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে হেডে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন কাসেমিরো।
তবে আলেক্স সান্দ্রোর কারণে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ডি বক্সের ভেতর তিনি লুইস মুরিয়েলকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ম্যাচের ২৫ মিনিটে স্পট কিক থেকে কলম্বিয়াকে সমতায় আনেন মুরিয়েল।
৯ মিনিট পর দুভান জাপাতার পাসে বল পেয়ে দান পায়ের শটে মুরিয়েল আবারো গোল করে বসলে পিছিয়ে পড়ে ব্রাজিল। আর ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।
ম্যাচের ৫৮ মিনিটে দানি আলভেসের পাসে বল পেয়ে ডি বক্সের একদম কাছে থাকা নেইমার বাঁ পায়ে বল জালে জড়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার করা এই গোলেই শেষ পর্যন্ত পরাজয় এড়িয়ে মাঠ ছাড়তে পেরেছে তিতের শিষ্যরা।
আরআইএস