
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেখানেও দাপুটে জয় পেয়ে ২০২০ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করে টাইগ্রেসরা। সঙ্গে পৌঁছে যায় নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে।
আয়ারল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের মেয়েরা শনিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফাইল্যান্ডের। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।
সেমিফাইনালে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৮ উইকেটের বড় জয়ে প্রথমবারের মতো নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করে থাইল্যান্ড। স্কটল্যান্ডের ডান্ডিতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
এমএইচবি