• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৭:৪০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৭:৪৩ পিএম

জয়ের ব্যাপারে এখনো শতভাগ আশাবাদী না আফগানিস্তান

জয়ের ব্যাপারে এখনো শতভাগ আশাবাদী না আফগানিস্তান
ইবরাহিম জাদরানের ইনিংসের উপর ভর করেই বড় লিড পেয়েছে আফগানিস্তান। ছবি: এসিবি

ম্যাচের বাকি এখনো দুই দিন। এখনই জয়-পরাজয়ের হিসাব মেলানো কঠিন। তবে চট্টগ্রাম টেস্টে ৩৭৪ রানের লিড থাকায় অনেকেই এখন ভাবছেন জয়ের পাল্লাটা আফগানিস্তানের দিকেই ভারি। বাংলাদেশের ব্যাটসম্যানদের জয় পেতে যে অসাধ্য সাধন করতে হবে তাও বলার অপেক্ষা রাখে না। 

তবে আফগান ওপেনার ইবরাহিম জাদরান এখনই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি হতে রাজী নন। দ্বিতীয় ইনিংসে ৬ চার ও ৪ ছয়ের মারে ৮৭ রান করা ইবরাহিম জানিয়েছেন কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকা এমন ইনিংস খেলতে সহায়তা করেছে তাকে।  

তৃতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এসে ইবরাহিম বলেন, ‘আমরা এখনো জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী। এক মাস আগে (এ দলের হয়ে) বাংলাদেশে খেলার কারণে এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা ছিল। যে কারণে আমি ভালো খেলেছি।’

বাংলাদেশের সামনে কত রানের লক্ষ্য দাঁড় করাতে চায় আফগানিস্তান, এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এখন ৪০০-র বেশি রানের লিড দাঁড় করানো। এখন আমরা ৩০-৪০ রান (২৬ রান বাকি) দূরে আছি। আশা করি এটা বাংলাদেশের জন্য তাড়া করা সহজ হবে না।’

এমএইচবি

আরও পড়ুন