
অস্ট্রেলিয়ার পেসারদের বিধ্বংসী বোলিংয়ে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩০১ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে স্টিভ স্মিথের ডাবল সেঞ্চুরির উপর ভর করে ৪৯৭ রান করে অস্ট্রেলিয়া। তাদের চেয়ে প্রথম ইনিংস শেষে ১৯৬ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার রান পাহাড়ের নিচে চাপা পড়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জো ডেনলির উইকেট হারায় ইংলিশরা। এরপর দলীয় ২৫ রানের মাথায় সাজঘরে ফেরেন ক্রেইগ এভারটন। সেখান থেকে শুরুর বিপর্যয় সামাল দেন রুরি বার্নস ও জো রুট। দু’জন মিলে গড়েন ১৪১ রানের জুটি।
কিন্তু ৮১ রান করে হ্যাজিউলউডের বলে বার্নস আউট হওয়ার পর ব্যক্তিগত ৭১ রানের মাথায় সাজঘরে ফেরেন অধিনায়ক জো রুট। আর তাতেই অসি পেসারদের বিধ্বংসী বোলিংয়ে ধ্বস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ৩০১ রানের মাথায় অলআউট হয় ইংলিশরা।
অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজিলউড পান ৪ উইকেট। এছাড়া মিচেল স্টার্ক ও পেট কামিন্স পেয়েছেন ৩টি করে উইকেট।
এমএইচবি