
ইউএস ওপেনের ফাইনালে বিশাল বড় চমকের জন্ম দিয়ে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন ১৯ বছর বয়সী কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কু।
ফাইনালে হেরে গিয়ে সেরেনা সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে তালিকায় সবার উপরে থাকা অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে স্পর্শ করতে ব্যর্থ হলেন। গত আসরের ফাইনালে আম্পায়ারের উপর মেজাজ হারিয়েছিলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, হেরেছিলেন জাপানের নাওমি ওসাকার কাছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) আর্থার আসে স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী এককের ফাইনাল ম্যাচের প্রথম সেটে সেরেনাকে ধরাশায়ী করে ৬-৩ গেমে জিতে যান আন্দ্রেস্কু। দ্বিতীয় সেতে অবশ্য ভালো লড়াই দেখেছেন দর্শকরা। তবে জমজমাট লড়াইয়ের পর ৭-৫ গেমে সেট জিতে নেয়ার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাসের জন্ম দেন এর আগে কোনো গ্র্যান্ড স্ল্যামে দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পার হতে না পারা আন্দ্রেস্কু।
আরআইএস