
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ বেশ বিপাকেই আছে। বাংলাদেশের সামনে ৩৯৮ রানের বড় লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে আফগানরা। এই রান তাড়া করে যদি জিততে পারে টাইগাররা, তাহলে তা হবে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ। যা নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
আফগানিস্তানের ছুঁড়ে দেয়া লক্ষ্য দেখে হয়ত ভড়কে গেছেন অনেক টাইগার সমর্থকই। তবে তারা অতীতে তাকালে কিছুটা হলেও আশা খুঁজে পেতে পারেন। টেস্টের চতুর্থ ইনিংসে এর আগে চারশ রানও করেছিল বাংলাদেশি ব্যটসম্যানরা।
২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে চতুর্থ ইনিংসে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। যেখানে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। যদিও সেই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ। লঙ্কানদের কাছে হেরে গিয়েছিল ১০৭ রানের বড় ব্যবধানে।
চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান করলেও নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান পাকিস্তানের বিরুদ্ধে। যেখানে ৬ উইকেট হারিয়ে ৫৫৫ রান করে বাংলাদেশ। খুলনার ওই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। আর এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩১৭ রান তাড়া করে জিতেছে নিউজিল্যান্ড।
অন্যদিকে, এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি শ্রীলঙ্কার। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩৯১ রান করে ম্যাচ জিতে নেয় লঙ্কানরা। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ যদি জয় পায় তাহলে এশিয়ার মাটিতেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হবে।
এমএইচবি